১২ ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করলেন সাদিক কায়েম

১২ ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করলেন সাদিক কায়েম
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম অনলাইনে অপপ্রচারের অভিযোগ তুলে এক ডজন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে তিনি এ মামলা দায়ের করেন। মামলার পর ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি। এ সময় ডাকসুর অন্যান্য নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সাদিক কায়েম জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অপমানজনক তথ্য প্রচার করে আসছে। এসব পেজের মধ্যে রয়েছেঃ ডাকসু কণ্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders (বিভিন্ন সময় নাম পরিবর্তন), ইয়ার্কি ও বটজিপিটি নামে মোট ৯টি পেজ। এছাড়া এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিন ব্যক্তির ফেসবুক আইডিকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, উল্লেখিত সব পেজ ও আইডি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের একাধিক একটিভিস্ট এসব মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “আমরা পেজগুলোর লিংক ডিবিকে দিয়েছি। সাইবার বিশেষজ্ঞরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন এবং বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।” ডিবি কর্তৃপক্ষ তাকে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান ভিপি সাদিক।

তিনি আরও বলেন, অনলাইনে স্লাট শেমিং, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো ব্যক্তি বা গোষ্ঠীই প্রকৃত অপরাধী, তারা যেই রাজনৈতিক দলেরই হোক না কেন। সাম্প্রতিক সময়ে BongoGraph নামের একটি পেজ থেকে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

ডিবিতে অভিযোগ দেওয়ার পর সাদিক কায়েম শাহবাগ থানায় মামলার কপি জমা দেন। তিনি আশা প্রকাশ করেন, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে সাইবার বুলিং ও অনলাইন হয়রানি বন্ধ হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ