একনেকে ১৫ হাজার কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। সরকারের নিজস্ব অর্থায়ন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন পায়।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত দুই প্রকল্প হলো: ‘চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ এবং ‘মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত)’। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রকল্প দুইটি হলো: ৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন এবং ‘সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিন প্রকল্পের মধ্যে রয়েছে: মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের জন্য ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ; ‘৩৬ জুলাই’ নামে শহীদ পরিবারের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ; এবং সচিবালয়, পরিবহনপুল ও মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন প্রকল্প।
সেতু মন্ত্রণালয়ের অনুমোদিত দুই প্রকল্প হলো: ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (লাইন-৬) (৩য় সংশোধিত) এবং সিরাজগঞ্জ–রায়গঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রিজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধন)’ এবং অর্থ মন্ত্রণালয়ের ‘জেডিএস (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প অনুমোদিত হয়।
এ ছাড়া আইসিটি মন্ত্রণালয়ের ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্প এবং শিক্ষা মন্ত্রণালয়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও গবেষণাগার নির্মাণকাজ সমাপ্তির প্রকল্পও অনুমোদন পাওয়া ১৭টির মধ্যে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন প্রকল্প: জলবায়ু–সহনশীল জনস্বাস্থ্যসেবা উন্নয়ন, মুন্সিগঞ্জে অত্যাবশ্যকীয় বায়োটেক গবেষণা কেন্দ্র স্থাপন এবং স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার কার্যক্রম বাস্তবায়ন সভায় অনুমোদিত হয়।
এদিকে, পরিকল্পনা উপদেষ্টার পূর্ব অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্প সভায় অবহিত করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।