আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আটটি পৃথক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্বগ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এর মাধ্যমে দ্বিতীয় দফায় ইউএনও বদলি সম্পন্ন হলো। এর আগে গত ২৬ নভেম্বর প্রথম দফায় ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

সর্বশেষ জারিকৃত ৮ প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী ক্ষমতা অর্পণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনের দায়িত্ব সুসংহত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে একই দিনের বিকেল থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পুনর্নির্ধারিত হয়ে থাকলে, তিনি নতুন দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ