ইবির জুলাই অভ্যুত্থান রিভিউ কমিটি থেকে আহ্বায়কসহ তিনজনের পদত্যাগ

ইবির জুলাই অভ্যুত্থান রিভিউ কমিটি থেকে আহ্বায়কসহ তিনজনের পদত্যাগ
  • Author, ইবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থান বিরোধী ভূমিকায় জড়িতদের বিরুদ্ধে গঠিত ৭ সদস্যবিশিষ্ট রিভিউ কমিটির আহ্বায়কসহ মোট তিন শিক্ষক কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

পদত্যাগকারী তিন শিক্ষক হলেন, কমিটির আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

সোমবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক পদত্যাগ করে একটি চিঠি পাঠিয়েছেন। এ

ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু সিনা জানিয়েছেন অসুস্থতার কারণে তিনি এ দায়িত্ব নিতে চাচ্ছেন না। এবং বায়োটেকের শিক্ষক মিজানুর রহমানও ব্যস্ততার কারণে এ দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছেন। ভিসি স্যারকে পদত্যাগের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত স্যারই নিবেন।

 প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে ৭ সদস্যবিশিষ্ট গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য অনুরোধ করা হয়।

 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ