রাবিতে বহ্নিশিখার আয়োজনে আত্মরক্ষা প্রশিক্ষণ
- Author, রাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তৃতীয়বারের মতো বহ্নিশিখার আয়োজনে “আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ” কার্যক্রম শুরু হয়েছে। শতাধিক নারী শিক্ষার্থীর অংশগ্রহণে আগামী ৭ দিনব্যাপী চলবে এ প্রশিক্ষণ কর্মসূচি।
সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মহিলা জিমনেসিয়াম মাঠে এ প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মাস্টার্সর শিক্ষার্থী সুমি আক্তার বলেন, আমি দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ নিতে চাচ্ছিলাম, সেভাবে সুযোগ হয়ে উঠেনি। এবার অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে।"
ইতোপূর্বে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থী তিথি মণ্ডল বলেন, "এবারের আয়োজন দেখে পূর্বের প্রশিক্ষণ গ্রহণের স্মৃতি মনে পড়ছে। ভালো ভাবে এই প্রশিক্ষণ গ্রহণ করে, এখন আমি আত্মবিশ্বাসী হয়েছি।"
আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল ও ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।