অফিস থেকে ছুটি নিতে এআই দিয়ে বানালেন হাত কাটা ছবি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির সঙ্গে এর অপব্যবহারের বিভিন্ন উদাহরণ সামনে আসছে। সম্প্রতি গুগলের ন্যানো ব্যানা এআই ইমেজ জেনারেটর ব্যবহার করে এক কর্মীর ছুটি নেয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, ওই কর্মী প্রথমে রাস্তায় দাঁড়িয়ে নিজের হাতের একটি স্বাভাবিক ছবি তোলেন। পরে তিনি ছবিটি ন্যানো ব্যানাতে আপলোড করে সংক্ষিপ্ত নির্দেশনার মাধ্যমে সেখানে গুরুতর আঘাতের চিহ্ন যুক্ত করতে বলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এআই এমন একটি হাইপার-রিয়েলিস্টিক ছবি তৈরি করে, যা দেখে প্রকৃত আঘাত বলে মনে হওয়ার পর্যাপ্ত কারণ ছিল।
সম্পাদিত ছবিটি তিনি তাঁর প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগে পাঠিয়ে দাবি করেন যে তিনি মোটরবাইক থেকে পড়ে আহত হয়েছেন এবং জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে। ছবিটি দেখে এইচআর কর্মকর্তা কোনো অতিরিক্ত যাচাই ছাড়াই সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করে দ্রুত তাকে বৈতনিক ছুটি অনুমোদন করেন। পুরো প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ার মূল কারণ ছিল, এআই-সৃষ্ট ক্ষতের চিহ্ন বাস্তব আঘাতের মতোই বিশ্বাসযোগ্য।
ঘটনাটি প্রথম প্রকাশ করেন শ্রেয়াষ নির্মল নামে এক ব্যক্তি। তিনি লিংকডইনে আসল ও সম্পাদিত ছবি পাশাপাশি প্রকাশ করে বিষয়টি জনসমক্ষে আনেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ঘটনাটিকে হাস্যরসাত্মক বলে মন্তব্য করেন, আবার কেউ কর্মপরিবেশের চাপ ও সংগঠনের সংস্কৃতিকে দায়ী করেন। অনেকে মনে করেন, কর্মীদের এমন কৌশলে ছুটি নিতে বাধ্য হওয়ার ঘটনা প্রতিষ্ঠানগুলোর আস্থা, বিশ্বাসযোগ্যতা ও কর্মী-পরিচালনা নীতির দুর্বলতাকেও স্পষ্ট করে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এমন ঘটনা এআই-নির্ভর ছবি ও তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি কর্মীদের সঙ্গে সুস্থ যোগাযোগ ও চাপমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে এ ধরনের প্রবণতা কমে আসতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।