জাবি ছাত্রদলের দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় এবং তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও নারী ক্ষমতায়নের পথিকৃৎ হলে বেগম খালেদা জিয়া।যিনি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে আপোষ না করে মৃত্যুকে আলিঙ্গন করে কারাবরণ করেছিলেন এবং তাঁর কাছে দেশ ও দেশের মানুষ আগে। তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকে দোয়া মাহফিল আয়োজন করা হয়।"
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।