পিটিআই বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভ কর্মসূচির ঠেকাতে দেশটির রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে যাবতীয় যোগাযগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির স্থানীয় প্রশাসন সব ধরনের সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করে এই নিষেধাজ্ঞা কার্যকর করে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এক বিবৃতিতে জানান, জননিরাপত্তা বজায় রাখার স্বার্থেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং তা কঠোরভাবে মানা হবে।
এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কারা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির বিভিন্ন উদ্যোগকে ‘মোটেও গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, জেলখানায় সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্ব, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।
এদিকে ইমরান খানের দুই ছেলের ভিসা প্রসঙ্গে তালাল চৌধুরী বলেন, সহানুভূতির কথা বলে নয়, বরং প্রয়োজনীয় কাগজপত্র ও ট্র্যাকিং নম্বর জমা দিলেই ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দেওয়া হবে।
সন্ত্রাসবিরোধী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা পরিচয় গোপন করতে সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং ভিপিএন ব্যবহার করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) সঙ্গে যৌথভাবে কাজ করছে।
আজকের বিক্ষোভকে সামনে রেখে ইসলামাবাদ প্রশাসন আবারও জানিয়েছে, শহরে ১৪৪ ধারা বহাল থাকায় যেকোনো সমাবেশ, র্যালি বা বিক্ষোভ নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং নিরাপত্তায় পুলিশসহ সব বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
অন্যদিকে, রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমাও ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করেছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খাইবার পাখতুনখোয়া (কেপি) সরকারের সম্পদ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়েও সতর্ক করেন। কেপি মুখ্যমন্ত্রী সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করবে না বলে তিনি আশা ব্যক্ত করেন।
তার অভিযোগ, কেপি পুলিশের সদস্যদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ইসলামাবাদে আনা হচ্ছে।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন, এতে যুক্ত কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।