আজ বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৮০ ডলার ছুঁয়েছে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আজ সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। টানা তিন দিন ধরে দাম বৃদ্ধির ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়েছে, যা গত চার মাসে প্রথমবারের মতো ঘটল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে তেলের দাম বাড়ছে। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেল রপ্তানি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে চীন ও ভারতের মতো বড় বাজারে।
আজ ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১.৪৮ ডলার বেড়ে ৮১.২৪ ডলারে পৌঁছেছে। এর আগে এটি ৮১.৪৯ ডলার পর্যন্ত উঠেছিল, যা গত ২৭ আগস্টের পর সর্বোচ্চ। একইভাবে, ডব্লিউটিআই ক্রুড তেলের দামও ব্যারেলপ্রতি ১.৫৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৮.১০ ডলারে দাঁড়িয়েছে। চলতি জানুয়ারি মাসের ৮ তারিখের পর থেকে উভয় প্রকার তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেল রপ্তানিতে বাধা সৃষ্টি হয়েছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম নেফট ও সারগাটনেফত গ্যাস এবং তেল পরিবহনকারী ১৮৩টি জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। মূলত রাশিয়ার যুদ্ধক্ষমতা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার প্রধান ক্রেতা চীন ও ভারতের তেল কেনা ব্যাহত হতে পারে। ফলে তারা মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি বাড়াতে বাধ্য হতে পারে, যা তেলের দাম আরও বাড়াবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
নিষেধাজ্ঞার তালিকায় তেলবাহী ট্যাংকারের সংখ্যা দ্বিগুণ হওয়ায় রাশিয়ার তেল বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়বে। এই ট্যাংকারগুলোর মধ্যে অনেকগুলোই চীন ও ভারতে তেল সরবরাহ করত। এমনকি কিছু ট্যাংকার ইরানের তেলও পরিবহন করত। এ ছাড়া শীতকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম আরও বাড়তে পারে।
২০২১ সাল থেকে বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত বাড়ছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের দাম ব্যারেলপ্রতি ১৩৯ ডলারে পৌঁছেছিল। তবে পরবর্তীতে দাম কমতে শুরু করে। ২০২৩ সালে তেলের দাম সর্বোচ্চ ৯৮ ডলারে উঠেছিল, কিন্তু গড় দাম ৮৩ ডলারে স্থিতিশীল ছিল। ওপেকের বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও তেলের দাম তেমন বাড়েনি। এমনকি মধ্যপ্রাচ্যে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরও তেলের দামে বিশেষ প্রভাব পড়েনি। তবে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর দাম আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।