জ্ঞান চর্চার মাধ্যমেই মুসলিম বিশ্ব আবার ঘুরে দাঁড়াতে পারে: প্রফেসর ফজলুল হক
- Author, রাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. ফজলুল হক বলেছেন, মুসলিম বিশ্ব যদি পাশ্চাত্যের হাত থেকে নিজেদের মুক্ত করতে চায়, তাহলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার পাশাপাশি জ্ঞানবিজ্ঞান চর্চা ও গবেষণায় নিজেদের সর্বাত্মক নিয়োগ করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রের উপরিকাঠামো পরিবর্তন নয়, অভ্যন্তরীণ পরিবর্তন করতে হলে শিক্ষার মধ্যে গুণগত পরিবর্তন করতে হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিরিয়া সংকটে আরব বসন্তের প্রভাব' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আরব বসন্ত শব্দটি পাশ্চাত্য সাংবাদিকদের দেয়া। এর মাধ্যমে আরবের জনগণের একনায়কত্ব থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত হলেও পাশ্চাত্য বিশ্বের মূল টার্গেট ছিল বিপুল খনিজ সম্পদের উপর নিজেদের আধিপত্য বজায় রেখে লুট করা। একের পর এক বিপ্লবের পরও বিপ্লবীদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমেরিকা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করলেও আমেরিকাকে নিয়ত করছে স্বল্প সংখ্যক ইহুদি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের জ্ঞানের রাজ্যে আধিপত্য প্রতিষ্ঠার কারণে।
বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবদুর রহিমের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।