ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিকরো থিঙ্কার্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিকরো থিঙ্কার্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত
  • Author, ইবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বুদ্ধিবৃত্তিক, চিন্তাশীল ও মননচর্চাভিত্তিক সংগঠন ‘ফিকরো থিঙ্কার্স ক্লাব’-এর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ই ডিসেম্বর) বেলা ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

সংগঠনটির উপদেষ্টা ও হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সিনার সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস, ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ড. শরিফ মো. আল-রেজা এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান-সহ সংগঠনটির অন্যান্য সদস্য ও নবীন শিক্ষার্থীরা।

সংগঠনটির নবীন সদস্য আবু দারদা বলেন, চিন্তার বিকাশ ও নেতৃত্বের অনন্য প্লাটফর্ম হলো এই ফিকরো থিঙ্কার্স ক্লাব। আশা রাখবো এই সংগঠের মাধ্যমে সমালোচনামূলক চিন্তা ও উদ্ভাবনী সৃজনশীলতার বিকাশ  করতে পারবো এবং গবেষণা ক্ষেত্রে অবদান রাখতে পারবো। পাশাপাশি এর মাধ্যমে পাঠচক্রের ও আলোচনা-গবেষণার কাজে নিজেকে যুক্ত করতে পারবো

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান বলেন, সমসাময়িক সমস্যা মোকাবিলায় ফিকরো থিঙ্কার্স ক্লাবের যাত্রা শুরু হয়েছে। উন্মুক্ত জ্ঞানচর্চার মাধ্যমে স্বাধীন চিন্তার একটি প্ল্যাটফর্ম গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা এবং গবেষণার মাধ্যমে নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বর্তমান সময়ে যে বুদ্ধিভিত্তিক লড়াই হচ্ছে সে লড়াইয়ে যেন আমারা টিকে থাকতে পারি যে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। 

সংগঠনটির উপদেষ্ঠা অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস বলেন, এই সংগঠন যেন শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবে তার প্রতিফলন করতে পারে। আশা করি এই সংগঠন শিক্ষার্থীদের চিন্তার খোরাক মেটাবে এবং  প্রত্যাশার থেকে বেশি এ জাতিকে সেবা দিতে পারবে।

উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আবু সিনা বলেন, কুরআন অসংখ্যবার বলা হয়েছে তোমরা ফিকির বা গবেষণা করো।
গবেষণার মাধ্যমে একজন জানতে পারছে রাজনৈতিক, সামাজিক আন্তর্জাতিকভাবে কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত।

তিনি আরও বলেন, মুসলমান জাতি গবেষণা থেকে বিমুখ। বিধর্মী জাতি এই কুরআন নিয়ে গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে পৃথিবীতে তাদের কতৃক প্রতিষ্ঠা করতেছে। আশা করি এই সংগঠন  শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।

প্রসঙ্গত, ফিকরো থিঙ্কার্স ক্লাব একটি বুদ্ধিবৃত্তিক ও মননচর্চাভিত্তিক সংগঠন। এ সংগঠন যুক্তিনির্ভর চিন্তাভাবনা, জ্ঞানচর্চা ও সমসাময়িক বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে। ইসলামি ও মানবিক দর্শন, সাহিত্য ও সমাজবাস্তবতা নিয়ে আলোচনা এর অন্যতম কার্যক্রম। তরুণদের মধ্যে নৈতিকতা, বিবেক ও চিন্তার গভীরতা গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ