ধর্ষণের শাস্তি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক ভাবে দিতে হবে

ধর্ষণের শাস্তি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক ভাবে দিতে হবে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর গুলশান থানা শাখার উদ্যোগে সারা বাংলাদেশে খুন ধর্ষণ ও দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ এবং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে গুলশান ২ নম্বর গোল চত্বরে ৩.৩০ ঘটিকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাইদুল আলমের সঞ্চালনায়,  সমাবেশে বক্তব্য রাখেন  জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির আহবায়ক সরয়ার তুষার
যুগ্ম সদস্য সচীব আলাউদ্দিন মোহাম্মদ 
যুগ্ম সদস্য সচীব 
তাজনুবা জেবিন
যুগ্ম সদস্য সচীব 
মশিউর রহমান 
কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন মজুমদার 
কেন্দ্রীয় সংগঠক 
মোস্তাক আহমেদ শিশির।
আরো বক্তব্য রাখেন গুলশান থানা শাখার অন্যতম সংগঠক মোঃ আলিম হোসেন, নুরুল ইসলাম জুয়েল, মোঃ দুলাল শেখ।
প্রধান অতিথি যুগ্ম সদস্য সচিব তাজনুবা জেবিন তার বক্তব্যে বলেন বর্তমান সরকারকে অস্থিতিশীল করে বাংলাদেশকে অচল করে দেয়ার জন্য সাবেক পতিত স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিত সন্ত্রাসীরা এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রসী আমলারা দেশ কে অস্থিতিশীল করার জন্য পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে সারা বাংলাদেশে একের পর এক খুন ধর্ষণ ও আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। যা জন আকাঙ্ক্ষা বিরোধী। তিনি বলেন বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত সকল খুন ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


সম্পর্কিত নিউজ