জনবল সংকটে অচল ৮০ হাসপাতাল ভবন, নিনসকে সতর্কবার্তা

জনবল সংকটে অচল ৮০ হাসপাতাল ভবন, নিনসকে সতর্কবার্তা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দেশে জনবল ও অবকাঠামোগত ঘাটতির কারণে প্রায় ৮০টি নবনির্মিত হাসপাতাল ভবন এখনো পুরোপুরি চালু করা যায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, আধুনিক হাসপাতাল ভবন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং খাতে বড় ধরনের ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান না হলে এসব স্থাপনা অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা আছে।

সোমবার (৮ ডিসেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. সায়েদুর রহমান জানান, উন্নতমানের হাসপাতাল কেবল সেবা কেন্দ্র নয়; গবেষণা, চিকিৎসা মান নির্ধারণ ও জাতীয় পর্যায়ের গাইডলাইন প্রণয়নেও ভূমিকা রাখার কথা।

তিনি বলেন, নিয়মিত বায়োমেডিকেল সাপোর্ট ছাড়া সংবেদনশীল চিকিৎসা যন্ত্রপাতি সচল রাখা সম্ভব নয়। তাই জনবল নিয়োগ ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ