বাবরি মসজিদ নির্মাণে প্রথম দিনেই অনুদানে ব্যাংক সীমা ছাড়াল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। অনুদান সংগ্রহ শুরুর প্রথম দিনেই ব্যাংক হিসাবের নির্ধারিত সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অর্থ সহায়তার পাশাপাশি স্থানীয় মানুষ দলবদ্ধভাবে ইটসহ নির্মাণসামগ্রী নিয়ে কাজে যুক্ত হচ্ছেন।
গত শনিবার (৬ ডিসেম্বর) মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাময়িকভাবে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। ওই দিন থেকেই অনলাইন ও সরাসরি নগদ অর্থে দান গ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই অনুদানের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।
অনুদান ব্যবস্থাপনা প্রসঙ্গে হুমায়ুন কবীর জানান, এসবিআই ব্যাংকের নির্ধারিত লেনদেন সীমা অতিক্রম করায় আপাতত ওই অ্যাকাউন্টে অর্থ গ্রহণ বন্ধ রাখতে হয়েছে। তিনি দাতাদের দানবাক্স বা নির্দিষ্ট কাউন্টারে সহায়তা দেওয়ার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, ব্যাংকের কারিগরি সীমাবদ্ধতার কারণে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে পরদিন থেকে পুনরায় ব্যাংকের মাধ্যমে অনুদান গ্রহণ শুরু করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।