বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ঘিরে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ঘিরে জাতীয় কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিবস দুটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দুই জাতীয় দিবস উপলক্ষ্যে নেওয়া সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে মতামত দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং জনবল মোতায়েনে কোনো ধরনের গাফিলতি চলবে না। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপরও তিনি জোর দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় দুইটি দিবস শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।