চবি সমাজবিজ্ঞান অনুষদে ‘Borderless Career Summit & Starlink Launching 2025’ অনুষ্ঠিত

চবি সমাজবিজ্ঞান অনুষদে ‘Borderless Career Summit & Starlink Launching 2025’ অনুষ্ঠিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আজ সোমবার ৮ আগষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে Voice of Students এর উদ্যোগে, অতীশ দীপঙ্কর হলের সার্বিক তত্ত্বাবধানে এবং Area 71 Academy এর সহযোগিতায় ‘Borderless Career Summit & Starlink Launching 2025’ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আইটি দক্ষতা, আউটসোর্সিং সম্ভাবনা এবং স্টারলিংকের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী আইটি দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “আউটসোর্সিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে-বিদেশে আয় করতে পারবে, আর স্টারলিংক তাদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারে বড় ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি প্রো-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন বলেন, “অভ্যুত্থানের সময় এ তরুণরা সামনে থেকে কাজ করেছে এবং শিক্ষার্থীদের স্বার্থে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. আনোয়ার হোসেন এবং ভিপি ইব্রাহিম হোসেন রনি।

অতিথি হিসেবে বক্তব্য দেন অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট ড. এ জি এম নিয়াজ উদ্দীন। তিনি জানান, Area 71 Academy–র সহযোগিতায় অতীশ দীপঙ্কর হল স্টারলিংক সুবিধার আওতায় এসেছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক অগ্রগতি।

অনুষ্ঠানে Area 71 এর সদস্য ও ইন্সট্রাক্টর মাশরুর আনোয়ার চৌধুরী শিক্ষার্থীরা কীভাবে বাসায় বসে আন্তর্জাতিকভাবে Supply Chain and Procurement–ভিত্তিক ব্যবসা পরিচালনা করে রেমিটেন্স অর্জন করতে পারে সে বিষয়ে সেশন নেন। Voice of Students এর ফাউন্ডার আশিকুর রহমান আশিক স্বাগত বক্তব্যে বলেন, “Voice of Students সর্বদা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে এবং এ কাজ অব্যাহত থাকবে।”

সংগঠনের কো-ফাউন্ডার, সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা সুলতানুল আরেফিন Web Analytics দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ও ব্যবসায় যুক্ত হয়ে রেমিটেন্স অর্জনের পথ নিয়ে আলোচনা করেন।

শেষে কো-ফাউন্ডার রবিউল হাসান শাফি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ