মোসাদের নতুন প্রধান হচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরাইলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে এই পদে নিয়োগ দেন। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।
মেজর জেনারেল গফম্যান আগামী বছরের জুনে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন। এর আগে গফম্যান নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে কাজ করেছেন।
এছাড়াও গফম্যান ইসরাইলি সেনাবাহিনীতে (আইডিএফ) দীর্ঘ সামরিক কর্মজীবনে অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। যথা- আর্মর্ড কর্পসে একজন যোদ্ধা ও কমান্ডার, ৭৫তম ব্যাটালিয়ন এবং ৭ম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার, ‘গা’ ‘আশ’ ফরমেশনের (৩৬তম ডিভিশন) কর্মকর্তা, এবং ‘হাবাশেন’ ডিভিশনের (২১০) কমান্ডার।
উল্লেখ্য, মোসাদকে বিশ্বজুড়ে সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। বৈশ্বিক র্যাংকিংয়ে এটি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র ঠিক পরেই অবস্থান করে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।