খাগড়াছড়িতে ভুয়া সাংবাদিক চক্র গ্রেফতার, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

খাগড়াছড়িতে ভুয়া সাংবাদিক চক্র গ্রেফতার, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

খাগড়াছড়িতে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে একটি ভুয়া সাংবাদিক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) রাতে জেলা সদরের ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানায় ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজেদের ‘দৈনিক দিন’ ও ‘দিগন্ত টিভি’সহ একাধিক পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। এ সময় ‘গণতদন্ত’ স্টিকার লাগানো একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ির নম্বর ঢাকা মেট্রো-গ-১১-৩৯৬৮।

গ্রেফতারকৃতরা হলেন:

কুমিল্লার দেবিদ্বারের মোস্তাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান রিয়াদ
দেবিদ্বারের মাহবুবুর রহমানের ছেলে তোফায়েল আহমেদ
খাগড়াছড়ির মানিকছড়ির আব্দুল মতিনের ছেলে মোক্তাদির হোসেন
গুইমারার মোঃ জয়নাল আবেদীনের ছেলে আল আমীন
মামলার অভিযোগে বলা হয়েছে, আটককৃতরা এবং তাদের সহযোগী আরও ৭ জন সোমবার সকালে একটি প্রাইভেটকারে করে দীঘিনালার দুটি ইটভাটায় যায়। সেখানে তারা নিজেদের বিএনপির ঊর্ধ্বতন নেতাদের প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। ইটভাটার মালিকদের ভয়ভীতি দেখিয়ে তারা মোটা অঙ্কের টাকা আদায় করে। পরে, অন্য একটি ইটভাটায় একই কায়দায় চাঁদা দাবি করলে, স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে চার জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার সত্যতা পাওয়া গিয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।’

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ‘গতকাল দুপুরে এখানে চার জন সাংবাদিক এসেছিল। তারা নিজেদের বিএনপির মিডিয়া সেলের লোক বলে পরিচয় দেওয়ার পাশাপাশি আমার সাক্ষাৎকারও গ্রহণ করেছিল। পরে তারা চলে যান।’


সম্পর্কিত নিউজ