মোবাইল ইন্টারনেট প্যাকেজের শর্তে ছাড় দিল বিটিআরসি

মোবাইল ইন্টারনেট প্যাকেজের শর্তে ছাড় দিল বিটিআরসি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ইন্টারনেট প্যাকেজের সংখ্যা সীমা তুলে নিয়েছে। এখন থেকে গ্রাহকরা ঘণ্টাভিত্তিক প্যাকেজ কিনতে পারবেন। পাশাপাশি, মোবাইল অপারেটররা বিভিন্ন মেয়াদের প্যাকেজও অফার করতে পারবে। রোববার বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে ইন্টারনেট প্যাকেজ সংক্রান্ত শর্তগুলো শিথিল করা হয়েছে। প্রায় ১৫ মাস পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

নতুন নির্দেশিকায় তিন ধরনের প্যাকেজ চালু করার অনুমতি দেওয়া হয়েছে:

১. নিয়মিত প্যাকেজ: এটি সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে এবং এর মেয়াদ হবে সর্বনিম্ন ১৫ দিন।
২. গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ: এই প্যাকেজ নির্দিষ্ট ক্যাটাগরির গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে, যেখানে গ্রাহকের ব্যবহার এবং গড় রেভিনিউ বিবেচনা করা হবে। এর মেয়াদ হবে সর্বনিম্ন তিন দিন।
৩. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ: বাজারের চাহিদা ও অবস্থা বুঝতে এই প্যাকেজ দেওয়া হবে, যার মেয়াদ হবে সর্বনিম্ন ৭ দিন।

এ ছাড়া, অপারেটররা গ্রাহকের স্বার্থ ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ তৈরি করতে পারবে। এর মধ্যে ঘণ্টাভিত্তিক এবং ১-৩ দিন মেয়াদি প্যাকেজও অন্তর্ভুক্ত থাকবে।

নির্দেশিকা অনুযায়ী, অপারেটররা প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি, এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি, দুদিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি প্যাকেজ অফার করতে পারবে।

এই সিদ্ধান্তের ফলে গ্রাহকরা এখন আরও নমনীয় ও সুবিধাজনক প্যাকেজ পাবেন, যা তাদের চাহিদা অনুযায়ী ইন্টারনেট ব্যবহারে সহায়ক হবে।


সম্পর্কিত নিউজ