প্রথমধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথমধাপে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার বেলা ১১টায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা দলের সদস্য সচিব আখতার হোসেন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব তাসনিম জারা এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত তালিকায় শীর্ষ নেতাদের মধ্যে প্রার্থী তালিকায় আছেন- নাহিদ ইসলাম ঢাকা-১১, আখতার হোসেন রংপুর-৪, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪, সারজিস আলম পঞ্চগড়-১, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৬, ডা. তাসনিম জারা ঢাকা-৯ এবং নাহিদা সারওয়ার নিভা ঢাকা-১২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়। তবে ঢাকা-১০ খালি রাখা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।