ইবির হল ফিস্টে আবাসিক-অনাবাসিক আলাদা মূল্যায়ন, ছাত্রদলের প্রতিবাদ
- Author, মো. সামিউল ইসলাম, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাবারের টোকেন মূল্যে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে ভিন্নতা রাখাকে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে টোকেন মূল্য সমান রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১০ ডিসেম্বর) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা টোকেন মূল্য সমান ও ভবিষ্যতে সরকারি ও জাতীয় কর্মসূচিতে বৈষম্যমূলক নীত অনুসরণ না করার দাবিতে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বরাবর স্মারকলিপি জমা দেন।
এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য নূরউদ্দীন, রাফিজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বিজয় দিবস জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হলেও অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের সমান অধিকার নিশ্চিত করা হয়নি। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন টোকেন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা প্রকাশ্য বৈষম্য বলে উল্লেখ করেছে সংগঠনটি।
ছাত্রদলের দাবি, বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করার জন্য টোকেন মূল্য একীভূত করতে হবে এবং ভবিষ্যতে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে এ ধরনের বৈষম্যমূলক নীতি গ্রহণ করা যাবে না।
উত্থাপিত দাবি সমূহ হলো, আবাসিক-অনাবাসিক ভেদাভেদ না করে টোকেনের মূল্য সমান করতে হবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো সরকারি বা জাতীয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খাদ্য/উপহার/সুবিধা প্রদানের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি বন্ধ করতে হবে।
এবিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বলেন, স্মারকলিপি হাতে পেয়েছি। এবিষেয় প্রভোস্ট কাউন্সিলের মিটিং ডেকে আলোচনা করবো।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।