জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০২৫ এর তফসিল প্রকাশ করা হয়েছে। তফসিল অনুসারে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
তফসিলে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর প্রতিদিন সকাল সাড়ে বারোটা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শিক্ষক সমিতির অফিস কক্ষ থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে।
এ ছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর। শনিবার যাচাই শেষে একই দিনে বিকেল ২ টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতা প্রত্যাহার চলবে ২১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
এর আগে বুধবার রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়।কমিশনের অন্যান্য সদস্যরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আহমদ ইহসানুল কবীর, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব আয়শা জাহান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।