জাবিতে টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি শেখ আল আমিন ,সাধারণ সম্পাদক লিমন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আল আমিন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসাবে বাংলা বিভাগের একই ব্যাচের আরিফুজ্জামান লিমন দায়িত্ব পেয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা এবং সদ্য বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন-মোহসিনা মীম, আরিয়ান জারা লামিসা, নুসরাত জাহান সুবা, এমিল ইসলাম শাহিন, সুপ্তি মালাকার, মাধবি বসাক, রাইয়্যান মিয়া, ইমরান হোসেন, সন্তু কর্মকার, সৌরভ বসাক, সানজিদা শান্তা ও সুমাইয়া মিম।
এতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন-অনিক হাসান, নাজমুল হাসান ফারুক, শফিউল আলম ফাহিম, নাফিজ, নাফিয়া জামান তন্নি, উৎপল চক্রবর্তী, নিপা আক্তার, রাফি, মো. সাকিব হোসেন, তানজিনা নাহার, মেহেদি হাসান ও হাবিবা খাতুন।
নবনির্বাচিত কমিটিতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন-তৌহিদুর রহমান শুভ, সাকিব আব্রত, সাফিন রেজা নৈতিক, ইমরান নাজীজ, আফিয়া তাবাসসুম নৌরিন, তাসনিয়া সীন, সুমাইয়া ইলমা সাথী, জারিন লামিয়া, সানজিদা মিথিয়া, ফিরোজ আহমেদ সিয়াম, সঞ্জয় রাজবংশী, সিয়াম রাফসান হাসান।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে আরও আছেন– হৃদয় সরকার গৌর, সাদিকুর রহমান অনিক, অরিজিৎ কুমার, সাদিকুল ইসলাম, ইব্রাহিম রাহুল, শিপন, আসিফ হাসান, তৌহিদুজ্জামান নিশান, ইব্রাহিম খলিলউল্লাহ, জসিম উদ্দীন, সালমান খান তন্ময়, এ আর শিহাব, নাবিলা সুলতানা নওশীন, সারা ইসলাম ফুল, রুবালা মুমতাহিনা অবনী, তানহা মিম ও তাহেরা ইসলাম সমাপ্তি।
কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন সাদিক বাপ্পি। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবজিৎ নন্দী সৃজন এবং উপ–দপ্তর সম্পাদক নাজমুল হোসেন নীরব।
প্রচার সম্পাদক হয়েছেন আলফিসা হযরত জিসান এবং উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী। আইন সম্পাদক হলেন নুরুল ইসলাম নাহিদ; উপ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উম্মে ফাহমিদা সায়মা ও হ্যাপি আক্তার শিলা।
ক্রীড়া সম্পাদক হয়েছেন ফারহান সাদিক; উপ-ক্রীড়া সম্পাদক খালিদ হাসান ও অপূর্ব রায় প্রিন্স। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন শ্রাবন্তী দত্ত; উপ-সাহিত্য সম্পাদক খালিদ হাসান শ্রাবন ও উৎস ঘোষ।
সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পায়েল আলম। উপ-সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন-জাকিয়া জান্নাত জেরিন, হুমায়রা নানজিবা অজিফা ও অনুশীলা জান্নাত নকশি।
সমাজসেবা সম্পাদক তাসমিনা রহমান তমা; উপ–সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিহাব উদ্দিন ও মো. তালহা জোবায়ের। শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন হাসিবুল হাসান সিদ্দিক এবং উপ–শিক্ষা সম্পাদক জান্নাতুল ফেরদৌস সিজু ও আসাদুল আসিফ সিয়াম।
ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত এবং উপ-ধর্ম সম্পাদক কামরুন নাহার কলি। শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হয়েছেন নুপুর রানী বর্মন ও মৌমিতা রহমান; উপ-শিক্ষার্থী কল্যাণ সম্পাদক-সাখাওয়াত হোসেন, নাঈম মিয়া ও সাইল শাহরিয়ার।
এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ৫৪তম আবর্তনের টাঙ্গাইল জেলার সকল শিক্ষার্থী।
সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন-অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, অধ্যাপক ড. এ. এইচ. এম. সা'দৎ, অধ্যাপক ড. ইসমত আরা, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. মো. ইনামুল হক, অধ্যাপক ড. তাসলিমা নাহার এবং সহযোগী অধ্যাপক তানিয়া শারমীন।
এছাড়া ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন-রেহমান আতিক (২৬ ব্যাচ), মো. সোহেল রানা (৩১ব্যাচ), মো. বদরুল আলম রাসেল (৩৮ ব্যাচ), মো. মিজানুর রহমান রনি (৩৯ ব্যাচ), মো. সুমন খান (৩৯ ব্যাচ), মো. আনিসুর রহমান বিজয় (৩৯ ব্যাচ), মো. মশিউর রহমান রোজেন (৪০ ব্যাচ), মো. নাজমুল হাসান (৪২ ব্যাচ), রায়হান হোসাইন মিল্টন (৪৩ ব্যাচ), মো. হাসান (৪৪ ব্যাচ), মো. রেজাউল করিম রেজা (৪৫ ব্যাচ) ও মো. ফেরদৌস রহমান (৪৬ ব্যাচ)।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগ আরও বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেছে
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।