জকসু নির্বাচন-২০২৫

ডোপ টেস্টে অনুপস্থিত ৪২ প্রার্থী

ডোপ টেস্টে অনুপস্থিত ৪২ প্রার্থী
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, মাহমুদুল হাসান মামুন, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২৪১ জন প্রার্থীর মধ্যে ৪২ জন প্রার্থী ডোপ টেস্টে অংশগ্রহণ করেননি।

গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।

তিনি বলেন, নির্ধারিত দুই দিনের সময়সীমার মধ্যে সর্বমোট ২৪১ জন প্রার্থীর মধ্যে ৪২ জন প্রার্থী ডোপ টেস্টে অংশগ্রহণ করেননি। তারা কেন অংশ নেয়নি এ বিষয়ে নির্বাচন কমিশনকে কিছু জানায়নি।

তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার ডোপ টেস্টের রেজাল্ট নির্বাচন কমিশনের হাতে আসবে। যেসব প্রার্থী ডোপ টেস্টে অংশগ্রহণ করেননি, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। ডোপ টেস্টে যাদের রেজাল্ট পজিটিভ আসবে, তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, জকসু নির্বাচনের পুনর্তফসিল অনুযায়ী গতকাল ৯ ডিসেম্বর এবং আজ ১০ ডিসেম্বর ঢামেকে (ঢাকা মেডিক্যাল কলেজে) প্রার্থীদের ডোপ টেস্ট করার নির্দেশ দেন নির্বাচন কমিশনার। 
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ