চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞানের ২৫ বছর পূর্তি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
- Author, আল আরাফ, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় বর্ণাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি চবি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি হিসেবে র্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএনসিসি সমন্বয়ক কর্মকর্তা ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. বায়েজীদ মাহমুদ খান, ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, এ উপলক্ষে আগামী শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ক্যাম্পাসে দিনব্যাপী এ বিভাগের গ্র্যাজুয়েটদের মিলনমেলা, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।