ওসমান হাদির উপর হামলার ঘটনায় ইউটিএল এর নিন্দা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার মানে এদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী শক্তি এবং গণতন্ত্রকামী মানুষের ওপর আক্রমণের শামিল বলে উল্লেখ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিবৃতিতে ইউটিএল এর আহবায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ মন্তব্য করেন ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- ওসমান হাদি এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। শরীফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার। তার ওপর আক্রমণ এদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী শক্তি এবং গণতন্ত্রকামী মানুষের ওপর আক্রমণের শামিল।
নির্বাচনী কার্যক্রম চলাকালীন যে কোনো ব্যক্তির নিরাপত্তা বজায় রাখা সরকারের নৈতিক ও আইনগত দায়িত্ব। কর্মসূচি চলাকালীন প্রার্থীদের নিরাপত্তা বিধান, রাজনৈতিক মতবিনিময়কে সহনশীলভাবে পরিচালনা এবং মিডিয়া বা সামাজিক মাধ্যমে উস্কানিমূলক প্রচারণার দিকে নজর দেওয়া প্রয়োজন। সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোকে এই দায়িত্ব পালনে গুরুত্ব দিতে হবে। যাতে সাধারণ ভোটার ও রাজনৈতিক অংশগ্রহণকারীরা নিরাপদে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার যে দিকগুলো দ্রুত স্পষ্ট হওয়া প্রয়োজন, সেগুলো হলো; হামলার সময়কার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ভিজ্যুয়াল ডাটার দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক তদন্ত; ঘটনাস্থল থেকে অভিযোগপ্রাপ্ত সব সম্ভাব্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং এর পেছনের শক্তিকে শনাক্ত করে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে ভবিষ্যৎ অনুসন্ধানে সম্পূর্ণ স্বচ্ছ ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানাই। আমরা কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উন্মোচন করে জনসাধারণের কাছে ফলাফল উপস্থাপন করার আহবান জানাই।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।