নির্বাচন পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধের দাবি ইবি সমন্বয়কের

নির্বাচন পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধের দাবি ইবি সমন্বয়কের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নির্বাচন পর্যন্ত ভারতের সঙ্গে সবধরনের কুটনৈতিক সম্পর্ক বন্ধ ও আওয়ামীলীগকে পুরোপুরি নিষিদ্ধের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সাংসদ পদপ্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব দাবি উত্থাপন করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা৷ মিছিলিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশ শেষে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সমাবেশে এস এম সুইট বলেন, জুলাই যোদ্ধাদের উপর হামলা আজকে শুরু হয়নি। এটি শুরু হয়েছে ইন্টেরিম দায়িত্ব নেওয়ার পর থেকেই। এর আগে চট্টগ্রাম ও বরিশালে জুলাই যোদ্ধাদের উপর হামলা হয়েছে। জুলাই যোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে আওয়ামীলীগ, তাদের সহযোগী ও পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের উদ্দেশ্যে বলতে চাই, গত ১৫ বছরের মত আর কর্তৃত্ব দেখানোর দিবাস্বপ্ন দেখবেন না। ২৪-এ যেমন আপনাদের রুখে দেয়া হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশপন্থীরা আপনাদের রুখে দিবে।

তিনি দাবি দুইটি উল্লেখ করে বলেন, শুধু আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করলেই হবে না, আওয়ামীলীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং নির্বাচন পর্যন্ত ভারতের সাথে সবধরনের কুটনৈতিক সম্পর্ক বন্ধ রাখতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার বাদ জুমা নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ