ওসমান হাদির সুস্থতা কামনায় জাবিতে ছাত্র শক্তির দোয়া মাহফিল
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি-র দ্রুত সুস্থতা কামনায় জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৩ ডিসেম্বর), বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে ছাত্রশক্তির নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয় ।দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ওসমান হাদির দ্রুত আরোগ্য, তাঁর পূর্ণ সুস্থতা এবং এ ধরনের সহিংসতার অবসান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশব্যাপী চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
এ সময়ে আয়োজকরা বলেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ওসমান হাদির ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা। তাঁর সুস্থতা কামনায় ও প্রতিবাদ জানাতেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জুলাইয়ের অন্যতম নায়ক ওসমান হাদি সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায়ই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, তিনি অচিরেই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। কারা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত এবং কারা নেপথ্যে ইন্ধন দিয়েছে, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
ওসমান হাদির সুস্থতা কামনায় সারাদেশের মসজিদ ও মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হোক। ভবিষ্যতে এ ধরনের হামলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সকল জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে আরও জোরদার পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আয়ান।
এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল, কেন্দ্রীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব, সহ-সভাপতি নাসিম আল তারিকসহ অন্যান্য নেতৃকর্মীরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।