মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে গ্রেপ্তার সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মাগুরা, ১৫ ডিসেম্বর, ২০২৫-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক যুবলীগ নেতা এবং শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আজ, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। মাগুরা শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকা থেকে পূর্বের একটি মামলার সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারের কিছুক্ষণ আগে কুতুবুল্লাহ কুটি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দপ্তর থেকে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেখান থেকে নিজ বাসভবনে ফেরার পথেই তিনি ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা নাশকতার একটি মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, মাগুরায় আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে আজ মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুতুবুল্লাহ কুটি তাদের মধ্যে অন্যতম। এদিন যারা মনোনয়ন সংগ্রহ করেছেন, তারা হলেন:
মাগুরা-২ আসন: বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী-র পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী।
মাগুরা-১ আসন: জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন।
মাগুরা-২ আসন: এমবি বাকের।
মাগুরা-১ আসন: স্বতন্ত্র প্রার্থী (সাবেক শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান) কুতুবুল্লাহ কুটি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত কুতুবুল্লাহ কুটিকে সংশ্লিষ্ট মামলার বিষয়ে আইনি প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হবে
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।