জকসু নির্বাচন: ৯ জন প্রার্থীর প্রার্থীতা পূর্নরবহাল

জকসু নির্বাচন: ৯ জন প্রার্থীর প্রার্থীতা পূর্নরবহাল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৯ জন প্রার্থীর প্রার্থীতা পুনর্বহাল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এর ১৭ নং বিধি অনুযায়ী গঠিত 'অভিযোগ ও নিষ্পত্তি কমিটি' ০৭ জন প্রার্থীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট প্রদান করায় ও ০১ জন প্রার্থীর ডোপ টেস্ট সংক্রান্ত অভিযোগের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক উক্ত অভিযোগ প্রমাণিত নয় মর্মে রিপোর্ট প্রদান করায় এবং ০১ জন প্রার্থীর ডোপ টেস্টের রিপোর্ট সংক্রান্ত জটিলতার মীমাংসা হওয়ায় ৯ জনের প্রার্থীতা পুনর্বহাল করা হলো।

তারা হলেন, সহ-সভাপতি পদপ্রার্থী চন্দন কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শাহিন মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোসাঃ উম্মে মাবুদা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী মোঃ তানভীর মাহমুদ (শিহাব), আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী অর্থা দাস ,ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মো: তাসনিমুল হাসান, নির্বাহী সদস্য পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম আরিফ ও মনিরুজ্জামান (মনির)।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ