ওসমান হাদির উপর হামলাঃ গুলি ছোড়া অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কে গুলি করা অস্ত্রের ম্যাগাদিন উদ্ধার করেছে র্যাব। এদিকে বিভিন্ন সূত্র বলছে প্রধান সন্দেহভাজন দুই অপরাধী ইতোমধ্যে ভারতে পালিয়ে গিয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র্যাবের একটি সূত্র জানায়, প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসা সংলগ্ন একটি স্থান থেকে অস্ত্রের ম্যাগাজিনটি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আশাব্যক্ত করে বলছে হামলার ঘটনা তদন্তের জন্য এই ম্যাগাজিন উদ্ধার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
আবার যমুনা নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর হামলার দিনই, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে সীমান্ত অতিক্রম করে ভারতে পালায়।
একটি প্রাইভেট কারে রাজধানীর মিরপুর এলাকা থেকে আশুলিয়া হয়ে গাজীপুর দিয়ে ময়মনসিংহ পৌঁছায়। সেখানে গাড়ি পরিবর্তন করে অন্য একটি প্রাইভেট কারে ওঠে। সেই গাড়িতে করেই হালুয়াঘাট উপজেলার ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখানে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে তাদের ভুটিয়াপাড়া সীমান্তে নেওয়া হয়। আরেক ব্যক্তি সীমান্তের ওপাড় থেকে অর্থাৎ ভারত থেকে দুজনকে রিসিভ করে।
এদিকে গত শুক্রবার গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। শেষ খবর অনুযায়ী তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি ঘটেছে। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।