চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই পূরণ হবে স্বাধীনতার স্বপ্ন: ইবি উপাচার্য
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, চব্বিশের রক্তের মাধ্যমে আমরা আবার আমরা শপথ গ্রহণ করেছি বাংলাদেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেই লক্ষ্যকে আমরা অর্জন করব। আমাদের স্বাধীনতার স্বপ্ন-সাধ পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের স্মৃতিফলক ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ শেষে এসব বলেন তিনি।
উপাচার্য বলেন, 'মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল, যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শোষণমুক্ত সমাজ তৈরি ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করা। যে লক্ষ্যকে অর্জন করার জন্যে আমরা দেখি চব্বিশের বীর সেনানীরা রক্ত দিয়েছে। এর পূর্বে যে ইতিহাস আমাদের, সেই ইতিহাসটি কালো অধ্যায় দিয়ে ঢাকা।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার মনে করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।'
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, 'ভুলে যাও তোমাদের পুরনো ইতিহাস। স্বাধীনতা যে মূলমন্ত্র নিয়ে আমাদের বিজয় সূচিত হয়েছিল, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে চব্বিশের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ গঠনের স্বপ্নে তোমরা এগিয়ে যাও।'
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।