মনোরম এয়ার শোতে মুগ্ধ দর্শনার্থীরা

মনোরম এয়ার শোতে মুগ্ধ দর্শনার্থীরা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন ‘এয়ার শো’। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরের আকাশে এয়ার শোর আনুষ্ঠানিক সূচনা হয়, যা শেষ হয় দুপুর ১২টা ১৫ মিনিটে।

এয়ার শো উপভোগ করতে সকাল থেকেই পুরোনো বিমানবন্দর এলাকায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। আকাশজুড়ে রঙিন প্রদর্শনী ও বিভিন্ন কৌশল দেখে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এয়ার শোতে অংশ নেওয়া উড়োজাহাজগুলো আকাশে ছড়িয়ে দেয় নানা রঙের ধোঁয়া। একই সঙ্গে হেলিকপ্টারগুলো বহন করে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে।

এক পর্যায়ে দেখা যায়, রং ছড়াতে ছড়াতে একসঙ্গে পাঁচটি উড়োজাহাজ পুরোনো বিমানবন্দর এলাকার আকাশে প্রবেশ করে। কিছুক্ষণ আকাশে প্রদক্ষিণ করে আবার সেগুলো সরে যায়। পরে আবার পাঁচটি উড়োজাহাজ একসঙ্গে এসে রঙিন ধোঁয়া ছড়িয়ে ভিন্ন ভিন্ন দিকে ছুটে যায়।

যখনই উড়োজাহাজগুলো আকাশে ভেসে উঠছিল, তখনই দর্শনার্থীদের করতালি ও উল্লাসে মুখর হয়ে উঠছিল পুরো এলাকা। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।
দুপুর ১২টার দিকে শুরু হয় প্যারাশুট প্রদর্শনী। বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে নিয়ে স্কাইডাইভ প্রদর্শন করেন। এই আয়োজনের মাধ্যমে নতুন একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়।
প্রথম প্যারাট্রুপার মাটি স্পর্শ করেন দুপুর ১২টা ৬ মিনিটে এবং সর্বশেষ প্যারাট্রুপার অবতরণ করেন দুপুর ১২টা ১১ মিনিটে।

এরপর আকাশে আসে একটি ফাইটার জেট। উচ্চ শব্দে আকাশ কাঁপিয়ে সেটি একাধিকবার চক্কর দেয়। কখনো নিচু দিয়ে উড়ে, কখনো উঁচুতে ঘুরে প্রদর্শনী চালায়। এর মধ্য দিয়েই দুপুর ১২টা ১৫ মিনিটে এয়ার শোর সমাপ্তি ঘটে।
এয়ার শো দেখতে আসা শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, বিজয় দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে আকাশে রঙিন ধোঁয়ার প্রদর্শনী, প্যারাশুট অবতরণ ও ফাইটার জেটের কসরত তার সবচেয়ে ভালো লেগেছে।

পুরোনো বিমানবন্দরে উপস্থিত অনেক দর্শনার্থীর হাতেই দেখা যায় জাতীয় পতাকা। কেউ কেউ কপালে বেঁধেছিলেন লাল-সবুজ রঙের ফিতা বা বিজয় দিবস লেখা কাপড়। লাল-সবুজ পোশাক পরেও অনেকে অনুষ্ঠানে যোগ দেন।

সকাল থেকে আগারগাঁও সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা যায়। নিরাপত্তা তল্লাশি শেষে সবাইকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। তবে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে অনেক দর্শনার্থী ফটকের বাইরে অপেক্ষা করতে থাকেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ