তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ বছর পর দেশে ফিরবেন এমন ঘোষণা মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজ মুখে দেওযারপরে লন্ডন-ঢাকা রুটের যে ফ্লাইটে তিনি দেশে আসবেন তা নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটের সব টিকিট বিএনপির নেতাকর্মী্রা কেটে ফেলেছে। এতে ২৪ ও ২৫ ডিসেম্বরের বেশিরভাগ টিকিট নির্ধারিত ফ্লাইটে বিক্রি হয়ে গেছে।স
জানা গেছে, লন্ডনের সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজি২০২ ফ্লাইটে তার সঙ্গে বিএনপির দলের অন্তত ৫০ জন নেতা-কর্মী থাকবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটিতে পা রাখতে পারেন তারেক রহমান।
তারেক রহমানের দেশে ফেরার খবর ছড়িয়ে পড়তেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরার জন্য টিকিট সংগ্রহের চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক নেতাকর্মী ফ্লাইটের টিকেট কাটতে পারেনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, ২৪ ও ২৫ ডিসেম্বর ঢাকাগামী দুটি ফ্লাইটের সব শ্রেণির টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান ঢাকা পৌঁছবেন ২৫ ডিসেম্বর। প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর থেকে বড়দিন ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে তিন দিন ছুটি। জনগণের ভোগান্তি এড়ানোর জন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরের জন্য এ সময় বেছে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ফখরুল।
তারেক রহমান দেশে ফেরার আগে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজও প্রায় শেষ। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অফিস করবেন তিনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।