গণঅভ্যুত্থানের ১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২ জনের

গণঅভ্যুত্থানের ১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২ জনের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গত ১৫ মাসে দেশের বিভিন্ন কারাগারে হেফাজতে ১১২ জনের মৃত্যু হয়েছে। অভ্যুত্থানের আগে প্রতি বছর যে সংখ্যক মানুষ কারা হেফাজতে মারা যেতেন, অভ্যুত্থানের পরেও সেই সংখ্যা প্রায় একই রয়ে গেছে। নিহতদের পরিবারের স্বজনেরা অভিযোগ করছেন, ভালো চিকিৎসার আভাবের কারণে তাদের স্বজনেরা মারা গেছেন।

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ২৯ নভেম্বর রাতে কারা হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোনালি ব্যাংকের সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর। দীর্ঘদিন ধরে কিডনি রোগ, ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্য জটিলতায় অসুস্থতা বেড়ে গেলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিকেলে ঢামেক হাসপাতাল নেয়া হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়।

তানভীরের পরিবারের অভিযোগ, চিকিৎসার অবহেলার কারণেই মারা গেছেন তানভীর। তার ভাই শামীম আল মামুন বলেন, ইচ্ছে করেই দেয়া হয়নি ভালো চিকিৎসা। ভালো কোনো খাবার নেই । হাই সিকিউরিটিতে আরও অত্যাচার করে মানুষকে মারা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কারা অধিদফতর বলছে, কারা হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘ডিভিশন প্রাপ্ত আসামি যে সুবিধা পায় অনেকেই সেই সুবিধাটা ক্লেইম করে, তখন তো সেটা আমরা তাকে দিতে পারি না। হাসপাতালে থাকার দরকার নেই; কিন্তু সে থাকতে চায়। তার এটেন্ডেন্টরাও তাকে রাখতে চায়। যখন আমরা রাখি না, তখন তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করে।

তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারে চিকিৎসায় ৪১ জন আবাসিক ডাক্তারের মধ্যে মাত্র ২ জন দায়িত্বে আছেন এবং পর্যাপ্ত আইসিইউও নেই। এই কারণে অসুস্থ বন্দিদের চিকিৎসা দিতে কিছু ক্ষেত্রে সময় বেশি লাগলেও অবহেলার সুযোগ নেই বলে তারা দাবি করে  ।

এদিকে হেফাজতে মৃত্যু মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ