৩ গুণ দামেও মিলছেনা তারেক রহমানের ফ্লাইটের টিকিট!
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন।গতো ১৬ই ডিসেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট তারিখ জানান। দলীয় সূত্র বলছে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্য রওনা দিবেন তিনি।
বাংলাদেশ সময় সকালে তারেক রহমানকে বহনকারী বিমনাটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এরপর একই বিমানযোগে ঢাকায় ফিরবেন তারেক রহমান। নিরাপত্তার স্বার্থে সিলোট বিমানবন্দরে বিমান থেকে নামবেন না তারেক রহমান।
তারেক রহমানের সাথে আসবেন তার কন্যা ব্যরিস্টার জাইমা রহমান ও দলীয় একাধিক নেতাকর্মী।
তারেক রহমানকে বহনকারী বিমানের সকল টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেলেও অনেকেই চেষ্টা করছেন টিকিট নেওয়ার। লন্ডন বিএনপি শাখার এক নেতা জাগরণ নিউজকে জানান তিনি নির্ধারিত মুল্যের থেকে তিনগুণ দাম দিয়েও টিকিট পাননি। তবে তিনি আরো মন্তব্য করেন, কিছু ব্যক্তি চড়ামুল্যে টিকিট বিক্রি করছেন, একই সমপরিমাণ অর্থ খরচে ৬-৭ বার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকায় যাওয়া যাবে।
দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো। কিন্তু, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা সেদিন এয়ারপোর্টে যাবেন না।
‘কারণ, এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে। মানুষ জানবে যে এরা সবাই বাংলাদেশি। এতে করে দেশের সুনাম নষ্ট হবে। দলের সুনাম নষ্ট হবে।‘
দেশে ফেরার তারিখ ঘোষণা করলেও এখন পর্যন্ত তিনি কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান।
এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হাসান জানান, আজ বুধবার পর্যন্ত তারেক রহমান কোনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি, আবেদন করলে আমরা সেটির অনুমোদন দিবো।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।