মোটরসাইকেল আরোহীদের গুলিতে ইকুয়েডরের সাবেক জাতীয় ফুটবলার নিহত

মোটরসাইকেল আরোহীদের গুলিতে ইকুয়েডরের সাবেক জাতীয় ফুটবলার নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। দেশটির বন্দরনগরী গুইয়াকিলে বুধবার রাতে মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর ছোড়া গুলিতে প্রাণ হারান ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

স্থানীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, গুইয়াকিল শহরের উত্তরের একটি দোকানের সামনে অবস্থানকালে পিনেইদা, তাঁর মা এবং সঙ্গে থাকা আরেক নারীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মারিও পিনেইদার মৃত্যু হয়। আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্তে একটি বিশেষ পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে গুইয়াকিল শহরটি সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা এবং মাদকচক্রের তৎপরতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেখানে প্রায় ১ হাজার ৯০০টি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে। এর আগেও শহরটিতে একাধিক ফুটবলার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত সেপ্টেম্বরে দ্বিতীয় স্তরের লিগের তিন খেলোয়াড় গুলিতে নিহত হন এবং অক্টোবরে আরেক স্থানীয় ফুটবলার আহত হন।

মারিও পিনেইদা ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ইকুয়েডর জাতীয় দলের হয়ে খেলেছেন। এই সময়ে তিনি জাতীয় দলের জার্সিতে ৯টি ম্যাচে অংশ নেন, যার মধ্যে ছিল ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ।

ক্লাব ক্যারিয়ারে পিনেইদার যাত্রা শুরু হয় ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়েতে। ২০১৬ সালে তিনি ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা এসসিতে যোগ দেন। পরবর্তীতে ধারে খেলেছেন ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং ইকুয়েডরের এল নাসিওনালে।
পিনেইদার আকস্মিক মৃত্যুতে তাঁর সাবেক ক্লাবগু
লো শোক প্রকাশ করেছে। ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়েতে ও ফ্লুমিনেন্স সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দেয়। বার্সেলোনা এসসি এক বিবৃতিতে জানায়, “এই মর্মান্তিক সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।”

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ