সুস্বাস্থ্য ও দেশপ্রেমের চেতনায় ইবিতে ফুলকুঁড়ি আসরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সুস্বাস্থ্য ও দেশপ্রেমের চেতনায় ইবিতে ফুলকুঁড়ি আসরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

“সুস্বাস্থ্য আর যোগ্যতায়, এগিয়ে রবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টটের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

আয়োজক সুত্রে জানা যায়, ইবি ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই টুর্নামেন্টটে অংশগ্রহণ করেছে। এতে দুইটি গ্রুপে ৪ টি স্কুল থেকে মোট ৮ টি টিম অংশগ্রহণ করেছে। ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিশুদের নিয়ে গ্রুপ “এ” এবং  ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণির কিশোরদের নিয়ে গ্রুপ “বি” তৈরি করা হয়েছে।

তারারমেলা শাখার সাহিত্য সম্পাদক ওয়েজ করুনীর পরিচালনায় ও সহকারী পরিচালক মুবাশ্বির আলম ও প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে প্রথম দিনের  টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর সকাল ১০টায় একই ভেন্যুতে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

তারামেলা শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান জানান, মোবাইল ফোন ও ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি শিশুদের শারীরিক সুস্থতা, মনোযোগ ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ফুলকুঁড়ি আসর শিশুদের মাঠমুখী করা, খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে।পাশাপাশি মহান বিজয় দিবসের চেতনায় দেশপ্রেম ও ইতিবাচক মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস নেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ