হাদির খুনের বদলা নিতে শপথ নিলেন জাবি শিক্ষার্থীরা

হাদির খুনের বদলা নিতে শপথ নিলেন জাবি শিক্ষার্থীরা
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ শরীফ ওসমান হাদির খুনের বদলা নিতে শপথ নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুতে জাবিতে শোক ও প্রতিবাদ মিছিল শেষে  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ শপথ গ্রহণ করেন শিক্ষার্থীরা । শপথ বাক্য পাঠ করান জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু ।

শপথ গ্রহণের সময় শিক্ষার্থীরা বলেন,"আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীপ্ত কণ্ঠে শপথ করছি
বিপ্লবী শহীদ উসমান শরীফ হাদী ভাইয়ের আত্মত্যাগ ও সংগ্রাম কোনোভাবেই বৃথা যেতে দেব না। তাঁর শরীর থেকে ঝরে পড়া প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ আমরা নিশ্চিত করব,ইনশাআল্লাহ।"

তারা আরো বলেন,"তিনি যে সংগ্রাম রেখে গেছেন, তার ধারাবাহিকতায় আমরা এ দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত অটল ও অবিচল থাকব ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে আমরা গণতন্ত্রবিরোধী সব ধরনের অন্যায়, জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকব। 

ভারতীয় আগ্রাসন ও সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে সচেতন, সংঘটিত ও অবিচল প্রতিরোধ গড়ে তুলব। এই লড়াইকে পূর্ণতা দিতে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও পিছপা হব না। 
সব ধরনের আধিপত্য, আগ্রাসন, শোষণ ও বৈষম্যের শৃঙ্খল ভেঙে একটি ইনসাফপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা পরস্পরের হাতে হাত রেখে ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ থাকব,ইনশাআল্লাহ।"

জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিবের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রায় হাজার শিক্ষার্থীসহ ইসলামী ছাত্র শিবির, জাতীয় ছাত্রশক্তি ও আধিপত্যবাদবিরোধী মঞ্চসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ