ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু
  • Author, ঢাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. তাহেরুজ জামান আকাশ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরীক্ষা দিতে আসছিলেন বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের নিচতলা থেকে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ি পিরোজপুর জেলায়। তার বাবার নাম ইসমাঈল হোসাইন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালযের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আজ বিকেলে কম্পিউটার সাইন্স ভবনের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষার্থীকে পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিক্ষার্থীর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ