ওসমান হাদির মাগফিরাত কামনায় ঢাবির বিশেষ দোয়া মাহফিল
- Author, ঢাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ'সহ বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মাগরিবের নামাজ শেষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় উপাচার্য মরহুম শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু দেশ ও সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি সহপাঠী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।