ওসমান হাদির মাগফিরাত কামনায় জবিতে দোয়া মাহফিল

ওসমান হাদির মাগফিরাত কামনায় জবিতে দোয়া মাহফিল
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মসজিদ কমিটি।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মসজিদ কমিটির সভাপতি ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ্ উদ্দিন বলেন, হাদি মারা গেলেও তার স্পিরিট কখনো কমেনি; তার মিশন এখনো শেষ হয়নি। আজ যারা জুলাইয়ে যুদ্ধ করে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তাদের জীবন আজ হুমকির মুখে। এ অবস্থায় জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা এই যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াবে, তারা যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, যে যেখানে আছেন, সেখানে থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এই বিপ্লব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে হয়নি; এটি হয়েছে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যে উদ্দেশ্য নিয়ে এই বিপ্লব সংঘটিত হয়েছে, তা বাস্তবায়নে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এসময় জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের মধ্যে নানা কারণে ঐক্যমত না থাকলেও ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা সবাই এক। তবে আমি বিশ্বাস করতে পারছি না যে জুলাই যোদ্ধাদের এভাবে হত্যা করা হবে। আমি জুলাই যোদ্ধাদের নিরাপদে থাকার আহ্বান জানাই এবং রাষ্ট্রের কাছে অনুরোধ করছি, যেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ