জাবির ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা বাড়লেও আবেদন কমেছে ১৬ শতাংশ
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর)। পরীক্ষা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে গত বছরের তুলনায় এবার ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা কমেছে প্রায় ১৬ দশমিক ৪ শতাংশ।
জানা যায়, চলতি শিক্ষাবর্ষে জাবিতে ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৪৪ টি। গত বছর যেখানে মোট আসন ছিল ১ হাজার ৮১৬টি, সেখানে এবার আসন বেড়েছে ২৬টি। তবে আসন সংখ্যা বাড়লেও আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
গত বছর ১ হাজার ৮১৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর। অন্যদিকে, এ বছর ১ হাজার ৮৪২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন ভর্তিচ্ছু। ফলে প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ১১৯ জন শিক্ষার্থী, যেখানে গত বছর প্রতি আসনে প্রতিযোগিতা ছিল ১৪৫ জন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ আলী রেজা বলেন, এ বছর বিভিন্ন বোর্ডে পাশের হার তুলনামূলক কম হয়েছে। পাশাপাশি কিছু বিভাগে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত আরোপ থাকায় আবেদন কমেছে বলে আমরা মনে করছি। তিনি আরও জানান, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, এ বছর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা কমেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।