শহীদ ওসমান হাদির দাফন নিয়ে চবির হল সংসদ ভিপির বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

শহীদ ওসমান হাদির দাফন নিয়ে চবির হল সংসদ ভিপির বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির দাফন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আব্দুর রব হল সংসদের ভিপির বিরুদ্ধে। তার ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হল সংসদের ভিপি মো. বোরহান উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে দাবি করেন, শহীদ ওসমান হাদির কবর ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে খোঁড়া হচ্ছে এবং এতে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

তবে অল্প সময়ের মধ্যেই ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। পোস্টটির কমেন্ট বক্সে একাধিক শিক্ষার্থী ও ছাত্রনেতাকে প্রতিবাদ জানাতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য রাফিয়া মন্তব্য করে লেখেন, “ভুয়া খবর ছড়াচ্ছেন কেন? এইরকম সময়েও রাজনীতি?” একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল সংসদের সাধারণ সম্পাদক তামিম চৌধুরী কটাক্ষ করে লেখেন, “মন চাইলো আর চালিয়ে দিলাম।”

এক পর্যায়ে  মো. বোরহান উদ্দিন পরে নিজের ফেসবুক পোস্ট টি সরিয়ে নেন এবং প্রোফাইলে আরেকটি পোস্ট দিয়ে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুল স্বীকার করেন। ওই পোস্টে তিনি বলেন, তার দেওয়া আগের পোস্টটি নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়েছেন, যার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই অবস্থান করছিলেন এবং সেখানে সাময়িক হট্টগোল দেখে যতটুকু জেনেছিলেন, তার ভিত্তিতেই পোস্টটি দিয়েছিলেন। তবে বিষয়টি বাস্তবে এত বড় কোনো ঘটনা ছিল না বলে তিনি স্বীকার করেন।

পোস্টে তিনি আরও বলেন, লেখার ভাষা ও উপস্থাপনার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সে জন্য তিনি আবারও দুঃখ প্রকাশ করছেন।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ