আজ বছরের দীর্ঘতম রাত

আজ বছরের দীর্ঘতম রাত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আজ রোববার ২১ ডিসেম্বর, বছরের দীর্ঘতম রাতটি হতে যাচ্ছে। এ রাতেই চাঁদের আলো সঙ্গে নিয়ে চলতি বছরের দীর্ঘতম রাতের অভিজ্ঞতা নেবে সবাই। চাইলে এক দমে একটা বই পড়ে শেষ করা যাবে। পছন্দের কোনো দীর্ঘ সিনেমা দেখার জন্যও পাওয়া যাবে বাড়তি সময়আর যারা ঘুমপ্রিয়, তারা আজ রাতে একটু বেশি সময় ঘুমিয়ে নিতে পারবেন । কারণ অন্যান্য রাতের তুলনায় আজ রাতটা একটু বড়।

রোববার (২১ ডিসেম্বর) এই গোলার্ধের সব দেশেই রাতের সময় হবে সবচেয়ে বেশি। একই সময়ে দক্ষিণ গোলার্ধে থাকবে ঠিক উল্টো চিত্র-সেখানে দিন হবে সবচেয়ে বড়।

উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন পড়ে ২১ জুন, আর দীর্ঘতম রাত হয় ২১ ডিসেম্বর। এই পরিবর্তনের মূল কারণ সূর্যের অবস্থান।

অন্যদিকে আগামীকাল সোমবার দিনটি হবে বছরের ক্ষুদ্রতম দিন। এটি অবশ্য উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটবে। তবে বিপরীত অবস্থা থাকবে দক্ষিণ গোলার্ধে। সেখানে একই সময় হবে দীর্ঘতম দিন ও হ্রস্বতম রাত। 

এই বৈপরীত্যের কারণ পৃথিবীর নিজস্ব গঠন ও সূর্যের চারপাশে তার অবস্থান।

এই দীর্ঘতম রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকার কারণেই রাত বড় হয়। মূলত ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময় বদলায়।

বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর অক্ষ প্রায় ২৩.৫ ডিগ্রি হেলে থাকার কারণেই বছরে দুইবার দিন ও রাতের দৈর্ঘ্যে এমন পরিবর্তন ঘটে। ডিসেম্বর মাসে এর প্রভাবে উত্তর গোলার্ধে শীতকাল ও কম সূর্যালোক দেখা যায়, আর দক্ষিণ গোলার্ধে শুরু হয় গ্রীষ্মকাল ও দীর্ঘ দিনের সময়।

প্রকৃতির নিয়ম অনুযায়ী, আজকের এই দীর্ঘ রাতের পর থেকেই ধীরে ধীরে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বাড়তে শুরু করবে।

 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ