ফেরত দেয়া হচ্ছে আতিফ আসলামের কনসার্টের টাকা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চলতি বছরের ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আতিফ আসলামের ‘মেইন স্টেজ শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা শঙ্কার কারণে কনসার্ট স্থগিতের খবরে হতাশ হয়ে পড়েন হাজারো ভক্ত। অপেক্ষা আর অনিশ্চয়তার সেই সময়ে এবার এলো স্বস্তির বার্তা।
ঢাকার কনসার্টটি পুরোপুরি বাতিল হচ্ছে না। নতুন করে আশার আলো দেখিয়ে শিল্পী নিজেই জানিয়েছেন, পরিবর্তিত সময়ে তিনি আবারও ঢাকায় মঞ্চে ফিরবেন। একই সঙ্গে দর্শকদের জন্য ইতিবাচক খবর হলো টিকিটের অর্থ ফেরত পাওয়ার সুযোগও থাকছে।
ইতোমধ্যে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষে সুবিধাজনক একটি নতুন তারিখে কনসার্টটি আয়োজন করা হবে। যারা আগে থেকেই টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের জন্য পুরোনো টিকিটই নতুন কনসার্টের জন্য বৈধ থাকবে। বিষয়টি শিল্পী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।
তবে যরা নতুন তারিখে কনসার্টে অংশ নিতে পারবেন না বা আগ্রহী নন, তাদের জন্য রাখা হয়েছে রিফান্ড সুবিধা। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আজ ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের টাকা ফেরতের জন্য আবেদন করা যাবে।
শিগগিরই একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক প্রকাশ করা হবে, যেখানে লগইন করে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার রিফান্ড সম্পন্ন হলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। সেটি আর পুনরায় ব্যবহার বা হস্তান্তর করা যাবে না। পরবর্তীতে কনসার্টের নতুন তারিখ ও ভেন্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য ভক্তদের জানিয়ে দেওয়া হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।