ভারত সফর থেকে কত আয় করলেন মেসি

ভারত সফর থেকে কত আয় করলেন মেসি
  • Author, খেলা ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

বেশ কিছুদিন আগে বাণিজ্যিক সফরে ভারত ঘুরে যান বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিসহ ভারতের একাধিক শহরে ব্যস্ত সময় কাটান তিনি। এই সফরে তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল–এর মতো তারকারা। বাণিজ্যিক উদ্দেশ্যে ইন্টার মায়ামি–র এই সফর থেকে বিপুল অঙ্কের অর্থ আয় করেছেন মেসি।

ভারতের বার্তা সংস্থা পিটিআই–এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সফরের জন্য মেসি একাই পারিশ্রমিক হিসেবে পেয়েছেন প্রায় ৮৯ কোটি রুপি। একই সঙ্গে এ সফর থেকে কর বাবদ ভারতের সরকারি কোষাগারে জমা পড়েছে প্রায় ১১ কোটি রুপি।

কলকাতার আয়োজক সংক্রান্ত একটি ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানতে পারে ভারতের বিশেষ তদন্ত দল এসআইটি। জিজ্ঞাসাবাদে শতদ্রু দাবি করেন, মোট আয়ের প্রায় ৩০ শতাংশ এসেছে স্পনসরদের কাছ থেকে এবং আরও ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রি থেকে।

এসআইটি কর্মকর্তারা শতদ্রুর একটি ব্যাংক হিসাব জব্দ করে সেখানে ২০ কোটির বেশি রুপি পান। ওই অর্থের উৎস সম্পর্কে তিনি জানান, কলকাতা ও হায়দরাবাদে আয়োজিত ইভেন্টগুলোর টিকিট বিক্রি ও স্পনসরশিপ থেকেই এই অর্থ এসেছে।

উল্লেখ্য, নানা বিতর্ক ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয় মেসির ভারত সফর। সফরের শেষ দিকে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শুরুতে পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত। প্রত্যাশামতো মেসিকে কাছ থেকে দেখতে না পেরে ক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ স্টেডিয়ামে ভাঙচুর ও লুটপাটে জড়ায়।

এই ঘটনার জন্য মেসিকেই দায়ী করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার অভিযোগ, মেসি নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। গাভাস্কারের মতে, মাঠে থাকার জন্য ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন মেসি, যা দর্শকদের হতাশ করেছে।

এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, “যদি ঘোষণা অনুযায়ী একজন তারকার এক ঘণ্টা মাঠে থাকার কথা থাকে এবং তিনি নির্ধারিত সময়ের আগেই চলে যান, তবে টিকিট কেটে আসা দর্শকদের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে দায় এড়ানোর সুযোগ নেই।”

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ