জকসু নির্বাচনে অনিক কুমার দাসকে বয়কট ঘোষণা রসায়ন বিভাগের শিক্ষার্থীদের
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ নির্বাচনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থী অনিক কুমার দাসকে বয়কটের ঘোষণা দিয়েছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
আজ রবিবার (২১ ডিসেম্বর) রসায়ন বিভাগের শিক্ষার্থী মো: মইনুল হক দুপুর ১২টার দিকে ব্যাচের সকল শিক্ষার্থীর পক্ষে তার নিজের ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।
তিনি ফেসবুক পোস্টে লিখেন, রসায়ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, অনিক কুমার দাস গত কিছুদিন আগে তাদের বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী আকাশ আলীর ওপর ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে নির্মমভাবে হামলা চালান। এ ঘটনায় আহত শিক্ষার্থীর নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে মিছিল করেন এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দাখিল করেন। অভিযোগ দেওয়ার পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের শাস্তি ছাড়াই পার পেয়ে যান। এতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান তারা।
তিনি আরও লিখেন, “ক্যাম্পাসে সহিংসতা চালানো ও ক্ষমতার দাপট দেখানো ব্যক্তির কোনো স্থান নেই। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেই আমরা অনিক কুমার দাশকে জকসু নির্বাচন থেকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। এই বয়কটের সিদ্ধান্ত রসায়ন বিভাগের সকল শিক্ষার্থীর সম্মতিক্রমেই নেওয়া হয়েছে এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত সোচ্চার থাকবেন।"
এ বিষয়ে অনিক কুমার দাস কে মুঠোফোনে বার বার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।