হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় দিল্লির দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
আজ রবিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, একজন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করে তাকে সংখ্যালঘু পরিচয়ে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়। এ ঘটনায় ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলে ঢাকা আশা করছে। শুধু হুমকি নয়, নিরাপত্তাব্যবস্থায়ও ঘাটতি ছিল বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০-২৫ জনের একটি দল শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে এবং দ্রুতই পুলিশ তাদের সরিয়ে দেয়। তিনি বলেন, নিরাপত্তা বেষ্টনী ভাঙা বা কোনো বড় ধরনের পরিস্থিতি তৈরি হয়নি।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত নজর রাখছে এবং সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে বলেও জানান তিনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।