জাবিতে তথ্য সহযোগিতা টেন্টের মাধ্যমে প্রকাশ্যে ইসলামী ছাত্রীসংস্থা
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছে ইসলামী ছাত্রীসংস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (২১ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে তথ্য ও সহযোগিতা টেন্ট স্থাপন করে সংগঠনটি।
ভর্তি পরীক্ষার্থীদের নানাবিধ সহায়তা প্রদানের মধ্য দিয়ে ইসলামী ছাত্রীসংস্থা জাবি শাখা প্রকাশ্যে তাদের কার্যক্রম শুরু করে। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রকাশ্যে অনুষ্ঠিত ইসলামী ছাত্রীসংস্থার প্রথম কার্যক্রম।
এসময় ইসলামী ছাত্রীসংস্থা জাবি শাখার সভানেত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৫২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউসসহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সভানেত্রী জান্নাতুল ফেরদাউস বলেন,
“আমরা ইনশাআল্লাহ ২০২৬ সালের শুরুতেই প্রকাশ্যে আমাদের নতুন কমিটি ঘোষণা করার চেষ্টা করবো।”
তিনি আরও বলেন,“ভর্তি পরীক্ষার্থীদের কষ্ট লাঘব করতেই আমাদের এই উদ্যোগ। বিশেষ করে নারী পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা নামাজের স্থান, প্রাথমিক চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটারি ন্যাপকিন, স্যালাইন এবং মোবাইল ফোনে যোগাযোগের সুবিধা নিশ্চিত করেছি।এর বাইরেও আমারা নারী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে সহযোগীতা করছি ।
তিনি আশা ব্যক্ত করেন যে, ভর্তি পরীক্ষা শেষদিন পর্যন্ত এই সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে ইসলামী ছাত্রীসংস্থা, জাবি
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।